প্রাইমারি ভাইভার আদ্যোপান্ত
প্রাইমারি ভাইভার আদ্যোপান্ত
১) About Yourself বাংলা ও ইংরেজিতে নোট করবেন৷ নিজের নাম, বাবা মায়ের নাম পেশা, শিক্ষা, নিজের দুর্বল দিক ও সবল দিক, পছন্দ অপছন্দ, লক্ষ্য এইসব বিষয়গুলো আসতে হবে।
২) মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত জানতে হবে। তবে প্রাইমারির জন্য বেসিক বিষয়গুলো ভুল করা যাবে না৷
৩) জাতির পিতা ও শেখ হাসিনা সম্পর্কে আদ্যোপান্ত জানতে হবে৷
৪) নিজ জেলা সম্পর্কে জানতে হবে।
৫) নিজের সাবজেক্ট এর বেসিক বিষয়গুলো জানতে হবে৷ যেমন, আপনি আপনার বিষয়ে অর্জিত জ্ঞান কীভাবে প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োগ করবেন?
৬) বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে৷ বিশেষ করে দেশের উন্নয়ন। যেমন পদ্মা সেতু
৭) প্রাইমারি এডুকেশন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে৷ কেন আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চান এই প্রশ্নের সুন্দর উত্তর গুছিয়ে রাখুন৷
৮) বিখ্যাত কবির কবিতা জানতে হবে এবং আবৃত্তি করার দক্ষতা থাকতে হবে৷ রবীন্দ্র ও নজরুল সংগীত জানা ও গাইতে জানতে হবে৷ লালন, হাসন, বাউল আব্দুল করিম সহ অন্যান্য খ্যাতিমান বাউল সাধকদের গান জানা থাকতে হবে। সর্বোপরি আপনাকে হতে হবে সংস্কৃতিমনা৷
৯) অনুবাদে দক্ষতা থাকতে হবে৷ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি বেসিক জ্ঞান থাকতে হবে।
১০) সর্বোপরি কনফিডেন্ডের সহিত সুন্দর করে গুছিয়ে কথা বলার দক্ষতা বাড়াতে হবে।
Written By
S.M.Sunny
40th BCS NC