প্রাইমারি ভাইভার আদ্যোপান্ত

 প্রাইমারি ভাইভার আদ্যোপান্ত

১) About Yourself বাংলা ও ইংরেজিতে নোট করবেন৷ নিজের নাম, বাবা মায়ের নাম পেশা, শিক্ষা, নিজের দুর্বল দিক ও সবল দিক, পছন্দ অপছন্দ, লক্ষ্য  এইসব বিষয়গুলো আসতে হবে। 

২) মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত জানতে হবে। তবে প্রাইমারির জন্য বেসিক বিষয়গুলো ভুল করা যাবে না৷ 

৩) জাতির পিতা ও শেখ হাসিনা সম্পর্কে আদ্যোপান্ত জানতে হবে৷ 

৪) নিজ জেলা সম্পর্কে জানতে হবে। 

৫) নিজের সাবজেক্ট এর বেসিক বিষয়গুলো জানতে হবে৷ যেমন, আপনি আপনার বিষয়ে অর্জিত জ্ঞান কীভাবে প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োগ করবেন? 

৬) বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে৷ বিশেষ করে দেশের উন্নয়ন। যেমন পদ্মা সেতু 

৭) প্রাইমারি এডুকেশন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে৷ কেন আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চান এই প্রশ্নের সুন্দর উত্তর গুছিয়ে রাখুন৷ 

৮) বিখ্যাত কবির কবিতা জানতে হবে এবং আবৃত্তি করার দক্ষতা থাকতে হবে৷ রবীন্দ্র ও নজরুল সংগীত জানা ও গাইতে জানতে হবে৷ লালন, হাসন, বাউল আব্দুল করিম সহ অন্যান্য খ্যাতিমান বাউল সাধকদের গান জানা থাকতে হবে। সর্বোপরি আপনাকে হতে হবে সংস্কৃতিমনা৷ 

৯) অনুবাদে দক্ষতা থাকতে হবে৷ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি বেসিক জ্ঞান থাকতে হবে। 

১০) সর্বোপরি কনফিডেন্ডের সহিত সুন্দর করে গুছিয়ে কথা বলার দক্ষতা বাড়াতে হবে। 

Written By

S.M.Sunny

40th BCS NC

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url